কীভাবে আপনার ফেইসবুক পোফাইল লিল্ক নিজের ইচ্ছা মত বানাবেন?

ফেইসবুক পোফাইল বা url পরিবর্তন করুন

 আমরা অনেক সময় দেখি একটা নাম দিয়ে অনেক গোলা ফেইসবুক অ্যাকাউন্ট রয়েছে। আপনি কাউকে আপনার আইডিতে ফেন্ড  রিকুএস্ত পাঠাতে বললেন কিন্তু আপনার আইডির মত অনেক আইডি রয়েছে তাহলে সে কাকে রিকুএস্ত পাঠাবে । এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাএ উপায় হচ্ছে আপনি যদি তাকে আপনার ফেইসবুক আইডির পোফাইল লিল্ক তা বলেন তাহলে সে আপনার আইডি সহজে সনাক্ত করে আপনাকে ফেন্ড রিকুএস্ত পাঠাতে পারবে। কিন্তু অনেক সময় দেখা আমাদের পোফাইল লিল্কটা বেশ কঠিন হয়। যা মনে রাখা বেশ কঠিন।
 দেখুন কীভাবে নিজের হ্চ্ছা মত পোফাইল লিল্ক তৈরি করবেন:
প্রথমে আপনি ফেইসবুক Messenger app যান তারপর উপরের কোনায় বৃওটিকে কিক্র করুন দেখন বেন user name বলে একটি অপশন আছে এইটিতে কিক্ল করুন। কিক্র করলে দেখবেন Edite username এইখানে কিক্ল করবেন তারপর নিজের ইচ্ছা মত পোফাইল লিক্ল দিয়ে সেইফ করবেন।

আরো ভালবাবে বুঝার জন্য নিচে ছবিতে দেখুন।

Messenger এ যান প্রথমে তারপর উপরের বৃওটি কিক্ল করুন।
 
বৃওে কিল্ক করলে username দেখবেন।ঐ username এ কিল্ক করুন
Edite username দেখতে পারচ্ছেন। ঐ টা হচ্ছে পোফাইল লিল্ক।এবার Edite username এ কিল্ক করুন।

এবার পোফাইল লিল্ক নিজের হচ্ছে মত দিয়ে দাও।
অবশ্যই নামটি এমন হতে হবে যে নামে অন্য কোন পোফাইল লিল্ক নাই।


লেখাটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।নতুন নতুন সব ধরনে পোস্ট পেতে আমার বল্কটি আপনার Gmail টি দিয়ে  Subscribe  করুন

No comments

Thanks for your Comment

Theme images by konradlew. Powered by Blogger.