বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ একদম সিম্পল ! আপনি জানেন কী ?


তাহলে জেনে নেওয়া যাক কীভাবে আমরা খুব সহজে বিকাশের মাধ্যমে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করব
 
বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য আপনার নিশ্চয় একটি ব্যক্তিগত বিকাশ একাউন্ট থাকতে হবে ।
আপনি দুই ভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন :
১।বিকাশ অ্যাপ এর মাধ্যমে ।
২।মোবাইল এর কীর্বোড এ *247# ডায়ের করে ।
যেহেতু অনেকে বিকাশ অ্যাপ ব্যাবহার করে না তাই আমি মোবাইল এর কীর্বোড এ *247# ডায়ের করে বিদ্যুৎ বিল কীভাবে  পরিশোধ করবেন দেখাচ্ছি :
মোবাইল এর কীর্বোড এ *247# ডায়ের করার পর নিচের মত দেখবেন
                Bkash
               1. Send Money
               2.Mobile Recharge
               3.Payment
               4.Cash Out
               5.Pay Bill
               6.Remittance
               7.My bkash
               8.Help
আপনি এখন Reply 5 দিলে নিচের মত দেখবেন
                PAY BILL
               1.Electricity
               2.Other
               0.Main Menu
আপনি এখন Reply 1 দিলে নিচের মত দেখবেন
              Electricity
              1.PALLI BIDYUT
              2.NESCO
              3.DESCO(PREPAID)
              0. Main Menu
আপনি এখন Reply 1 দিলে নিচের মত দেখবেন
              PALLI BIDYUT
              1. Check Bill
              2.PAY Bill
              0. Main Menu
আপনি এখন Reply 2 দিলে নিচের মত দেখবেন
              1.Input Bill A/C number
              2.Saved Accounts
              0. Main Menu

আপনি এখন Reply 1 দিলে নিচের মত দেখবেন
         Enter customer Bill A/C Number  [ কিন্তু আপনি এখন চিন্তায় আছেন যে এখানে কী নাম্বর দেবেন।  চিন্তার কোন কারণ নেই বিদ্যুৎ বিলের কোন নাম্বর  দিবেন আপনি নিচের ছবিতে দেখতে পারচ্ছেন : 
বিদ্যুৎ বিলের কাগজে দেখতে পারচ্ছেন এস এম এস হিসাব নম্বর 
এই নম্বরটা দিয়ে বিল পরিশোধ করবেন





               
         আপনি এখন Reply  দিলে
           Enter Bill Month and Year(MMYYYY)    *(MMYYYY)=প্রথমে যে মাসের বিল পরিশোধ করবেন  সে মাস তারপর বছর যেমন: 122019
       MMYYY
এখন MMYYY দেওয়ার পর  Enter Amount এ  বিদ্যুৎ বিলের মোট টাকা তু্লে Reply দিবেন এবং আপনার pin দিয়ে Send দিবেন।
তারপর সাথে সাথে bkash থেকে ‍succussfuly sms আপনি পাবেন ।
এভাবে আপনি আপনার  বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন ঘরে বসেই।
              


ধন্যবাদ  ! ভালো থাকবেন।


1 comment:

Thanks for your Comment

Theme images by konradlew. Powered by Blogger.