ক্যামরা দিয়ে যে কোন ভাষাকে বাংলা ভাষায় পরিবর্তন করুন? কিন্তু কীভাবে দেখুন


নানা দেশের নানা ভাষা সবাই কীভাবে বুঝবে সব ভাষা।আমি আজকে আপনাদেরকে এমন একটি apps এর সাথে পরিচয় করিয়ে দেব যে  apps এর  সাহায্যে আপনি যে কোন ভাষা ক্যামরা দিয়ে ছবি করে আপনার পছন্দের ভাষায় পরিবর্তন করতে পারবেন।
এই apps টির নাম হচ্ছে google translated. এই  apps টি সম্পকে অনেকে জানবেন হইতো ব্যবহার জানেন না।
#আপনি যদি কোন Student হন তাহলে দেখা য়ায় ইংরেজিতে রচনা বা composition শিখতে হবে। যদি আপনি ঐ composition এর বাংলা টা জানেন তাহলে সহজে শিখতে পারবেন। 

চলুন Google translated এর ব্যবহার দেখা যাক
 আপনি প্রথমে প্লে স্টোর থেকে Google translated apps টি ডাউনলোড করুন অথবা ডাউনলোড করতে এখানে কিল্ক করুন।
ডাউনলোড করার পর apps টিকে ওপেন  করুন। ওপেন করলে নিচের ছবিতে যে রকম আছে সে রকম দেখতে পাবেন।



ছবিতে দেখতে পারচ্ছেন  একদম উপরে English  to Bangle ঐ খানে আপনি অন্য কোন ভাষা দেখতে
পাবেন
যদি আপনি যে ভাষা থেকে বাংলা ভাষায় নিয়ে যাবেন সে ভাষা সনাক্ট করে দিতে হবে।মাঝখানে আপনি ক্যামরা  চিহ্ন  দদেখতে পপারচ্ছেন এবার এই ক্যামরাতে কিল্ক করুন। কিল্ক করলে নিচের ছবির মত দেখতে পাবেন


উপরে ছবিতে দেখতে পারচ্ছেন ক্যামরা চিহ্ন দিয়ে লাল বৃও।ঐ খানে কিল্ক করলে সরাসরি ছবি করতে পারবেন।অথবা পাশে যে গেলারি চিহ্ন আছে এখানে কিল্ক করে গেলারি থেকে ছবি এনে ভাষা পরির্তন করতে পারবেন



আপনি চাইলে Gallery থেকে ছবি আনতে পারবেন  অথবা সরাসরি ক্যামরা দিয়ে ছবি করে  যে কোন ভাষাকে বাংলা ভাষায় পরিবর্তন করতে পারবেন।
এবার আপনি ক্যামরা দিয়ে অথবা Gallery  থেকে একটি ছবি আনলে নিচের ছবির মত দেখাবে।ছবিতে দেখতে পারচ্ছেন স্কেনিন হচ্ছে। 


এবার select all এ কিল্ক করুন। নিচের ছবির মত দেখতে পাবেন


এবার বাংলা লেখাে পাশে বামদিখে যে চিহ্ন আছে তাতে কিল্ক করুন দেখবেন আপনার ভাষা পরির্তন হয়ে গেছে। নিশ্চয় নিচের ছবির মত দেখতে পাবেন।




Do not forget to share if you like it.Thank you 

No comments

Thanks for your Comment

Theme images by konradlew. Powered by Blogger.