একটি NID দিয়ে কয়টি সিম নিবন্ধন আছে জেনে নিন খুব সহজে ?
আজকে
আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব যেইটা আপনার হইতো কাজে লাগবে এবং আপনাকে
অনেক বিপদের হাত থেকে ও রক্ষা করতে পারে । এই তথ্য অনেকের হইতো জানা থাকতে পারে ।
যারা জানেন না তাদের জন্য শেয়ার করলাম ।
আপনি
এখন আপনার মোবাইল এ যে সিম ব্যবহার করেন তা বায়োমেট্রিক রেজিট্রেশন করা । আমরা
সবাই জানি বাংলাদেশে ২০১৬ সাল থেকে বায়োমেট্রিক রেজিট্রেশন ছাড়া সিম ব্যবহার করা যায়
না ।
আমরা
যখন বায়োমেট্রিক রেজিট্রেশন এর মাধ্যমে সিম ক্রয় করতে যাই তখন কিছু অসাধু ব্যবসায়ি
বা অসাধু রেজিষ্টার নেটওয়াক সমস্যা বলে একই অঙ্গুলের ছাপ দিয়ে দুই তিনটা সিম
একসাথে রেজিট্রেশন করে নেই যা আমরা বুঝতে ও পারিনা । এই বুঝতে না পারাটা আমাদের
অনেক ক্ষতি করবে । কী ভাবে ক্ষতি হবে তা আপনি আমার চাইতে বেশি জানেন । তাই আমি
আপনাদের এই বিষয়ে সচেতন করতে আসলাম ।
কীভাবে
জানতে পারবেন আপনার NID দিয়ে কয়টা সিম রেজিষ্টার আছে অর্থাৎ Gp কয়টা আছে,Robi কয়টা আছে, Airtel কয়টা আছে,
Banglalink কয়টা আছে ,Taletok কয়টা আছে।
দেখছেন
যে আপনার হাতে সিম আছে ২টা কিন্তু আপনার দিয়ে রেজিট্রেশন আছে ৫টা তাহলে কী করবেন
তখন
আপনি কাস্টমার সার্ভিস এ গিয়ে আপনার হাতে যে সিম গুলা আছে তা ছাড়া বাকি গুলা সিম বন্ধ করে দিবেন কোন র্চাজ ছাড়া ।
আপনার
দিয়ে কয়টা সিম রেজিট্রেশন আছে তা নিচের প্রক্রিয়া অনুসরণ করে জানতে পারবেন :
Banglalink
:*1600*2#
GP :
*4949#
Robi
:*1600*3#
Airtel
:*121*4444#
Teletok
: info লিখে sms করবেন 1600 নাম্বরে
No comments
Thanks for your Comment