নিজের চোখকে বাচাঁন কম্পিউটারের ক্ষতিকর আলোর প্রভাব থেকে |
র্ব্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ । এই যুগে ল্যাপটপ বা কম্পিউটার
ছাড়া জীবন অচল । এই অচল জীবনকে সচল করার জন্য আমরা সবাই কম বেশি ল্যাপটপ বা
কম্পিউটার ব্যবহার করে থাকি । কম্পিউটার
ব্যবহারের সময় যখন বেশি সময় ধরে কম্পিউটারের মনিটরের দিকে তাকায় তখন কিছুখন পর আমাদের চোখ থেকে পানি বের হয়
।চোখ থেকে পানি বের হওয়ার কারন হচ্ছে কম্পিউটারের মনিটরের অতি আলোকিত রশ্চি। যা
আমাদের চোখের সহনশিলতার বাইরে ।
কম্পিউটারের এই আলোকিত রশ্চি আমাদের অনেক বড় ক্ষতি করে । এই ক্ষতি থেকে বাচাঁর
জন্য আমি একটা সফটওয়্যার ব্যবহার
করি য়ার নাম হচ্ছে f.lux । f.lux হচ্ছে এমন একটি সফটওয়্যার যা
আটোমেটিক ভাবে কম্পিউটারের আলোক রশ্চিকে কমিয়ে দেয় বা লালচে করে দেয় ।
আপনাকে
কিছুই করতে হবে না সফটওয়্যারটি ইনস্টল করার পর বুঝতে পারবেন কম্পিউটারের মনিটরের দিকে
তাকালেই আপনার ভাল লাগবে ।
সফটওয়্যারটি ডাউনলোড করতে
এখানে ক্রিক করুন ।
No comments
Thanks for your Comment